পুর প্রচারে প্রণবপুত্র অভিজিৎ বিজেপি পরাজিত দিদির রাজ্যে

Must read

প্রতিবেদন : দেশ জুড়ে কোনও দলই সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে পারেনি। পেরেছেন একমাত্র বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভয় পাননি। পাল্টা এমন লড়াই ছুড়ে দিয়েছেন যে বাংলায় বিজেপি ধূলিসাৎ হয়ে গিয়েছে। কলকাতার পুরভোটেও তার পুনরাবৃত্তি হবে। পুর প্রচারের শেষ দিনে রাজাবাজারে দাঁড়িয়ে একথাই বললেন ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।

আরও পড়ুন : সব নদী মহাসমুদ্রে প্রচারে ঝড় তুললেন অভিষেক

প্রাক্তন সাংসদ শুক্রবার বিকেলে ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অয়ন চক্রবর্তীর হয়ে প্রচারে এসেছিলেন। উপচে পড়া ভিড়ে প্রণবপুত্র বললেন, দেশে সবচেয়ে বড় সাম্প্রদায়িক শক্তি হল বিজেপি। বাংলা এমন এক রাজ্য যেখানে ধর্মের সুড়সুড়িতে কোনও কাজ হয় না। তিনি বলেন, অয়নের মতো তরুণ আইনজীবীকে জেতানো মানে চার ইঞ্জিনের সরকারকে মদত দেওয়া। অর্থাৎ কাউন্সিলর, এমআইসি, বরো চেয়ারম্যান এবং মেয়র। আমি নিশ্চিত, আপনারা এই সুযোগ হারাবেন না। চ্যালেঞ্জ নিন, কলকাতার বুকে সর্বাধিক ভোটে জেতাবেন অয়ন চক্রবর্তীকে। সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শায়েরির সাহায্য নিয়ে বলেন, ‘‘মুদ্দই লাখ বুরা চাহে কেয়া হোতা হ্যায়/ওহি হোতা হ্যায় জো মঞ্জুরে খুদা হোতা হ্যায়।”

Latest article