সংবাদদাতা, হাওড়া : রাতের রাজপথে চূড়ান্ত অসভ্যতা তমলুকের বিজেপি সাংসদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ির বেপরোয়া গতির প্রতিবাদ করতেই রাজ্যের মন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করে অভব্যতার সীমা ছাড়ালেন সাংসদ। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিজেই গাড়ি চালিয়ে কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন।
আরও পড়ুন-বীরভূমের দেউচা-পাঁচামি নিয়ে বৈঠক করলেন মুখ্যসচিব ও ডিজি
সেই সময় বিজেপি সাংসদের গাড়ি বেপরোয়া গতিতে হাওড়ার দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়ির পেছনে বিকট শব্দে হর্ন বাজাতে থাকে। সাংসদের গাড়ির গতি এতটাই বেশি ছিল যে দুই বাইক আরোহীকে প্রায় পিষে দেওয়ার উপক্রম হয়। বাবুল নিজের গাড়ি থামিয়ে বিজেপি সাংসদের এরকম বেপরোয়া গতির তীব্র প্রতিবাদ করেন বাবুল। সাংসদ অভিজিৎ তখন মন্ত্রী বাবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। আশপাশের লোকজনও মন্ত্রীকে সমর্থন করে সাংসদের বিরুদ্ধে ক্ষোভে ফোটে পড়ে। মন্ত্রী বলেন, অভিজিৎবাবু অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁকে সরি বলতে হবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হেস্টিংস থানার পুলিশ।