প্রতিবেদন : বাংলাদেশের বন্দিদশা কাটিয়ে ঘরে-ফেরা সোনালি বিবির সঙ্গে আপাতত দেখা করা হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোনালি এখন সন্তানসম্ভবা। প্রসবের সময়ও আসন্ন। তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাই আপাতত তাঁর সঙ্গে দেখা না-করার সিদ্ধান্ত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-হাইকোর্টে পিছোল যুবভারতী মামলা
এই অবস্থায় তাঁকে ঘর থেকে না বেরনোর অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সোনালির সব চিকিৎসা ও প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার সোনালির সঙ্গে দেখা করার কথা ছিল তৃণমূল সাংসদের। কিন্তু সন্তান জন্মের পরেই তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

