প্রতিবেদন : চলতি মরশুমে আইএসএল হওয়া নিয়ে জটিলতা কাটার মুখে। তবে ১৪ জুলাইয়ের মাঝামাঝি এআইএফএফ-এর নতুন সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের রায় আসার ছবিটা পরিষ্কার হবে না। তার জন্য অবশ্য বসে নেই দলগুলো। সইসাবুদের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিলেও দেশি-বিদেশি ফুটবলারদের সঙ্গে পাকা কথা সেরে রাখছে ক্লাবগুলো। মোহনবাগান ও ইস্টবেঙ্গলও তার ব্যতিক্রম নয়। পাঞ্জাব এফসি-র সাইড ব্যাক অভিষেক সিং টেকচামকে চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। মেহতাব সিংকে নেওয়ার লড়াইয়েও এগিয়ে তারা।
আরও পড়ুন-মেসি বনাম পিএসজি, কাঁটা পুরনো কোচও
অভিষেক ও মেহতাবকে পেতে মোহনবাগানের সঙ্গে লড়াইয়ে ছিল ইস্টবেঙ্গলও। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার টিম। ইস্টবেঙ্গল অবশ্য তাদের বিদেশি কোটা চূড়ান্ত করার পথে। আগেই দুই মিডফিল্ডার প্যালেস্তাইনের মহম্মদ রশিদ ও বসুন্ধরা কিংসের প্রাক্তন ব্রাজিলীয় মিগুয়েল ফিগুয়েরাকে সই করিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবার তারা মরক্কোর স্ট্রাইকার হামিদ আহমেদ ও স্প্যানিশ ক্লাবে দাপিয়ে খেলা আর্জেন্টিনার ২৬ বছরের সেন্টার ব্যাক কেভিন লিওনেল সিবিলেকে চূড়ান্ত করল। স্পেনের ক্লাব পনফেরাদিনার হয়ে গত মরশুমে খেলেছেন ৬ ফুট উচ্চতার এই ডিফেন্ডার। এবার কেভিন লাল-হলুদের দুর্গ আগলাবেন। মরক্কোর হামিদকে নেওয়ার ক্ষেত্রে অ্যাটাকিং থার্ডে ক্ষিপ্রতা ও গোল করার দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এফসি গোয়ার সাইড ব্যাক জয় গুপ্তাকেও চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল। আইএসএলের শুরুর দিন চূড়ান্ত হলেই ফুটবলারদের সই করাতে চায় ক্লাব। এরমধ্যে নতুন গোলকিপার কোচও চূড়ান্ত করে ফেলেছে ইস্টবেঙ্গল। আশিয়ানজয়ী দলের গোলকিপার তথা জাতীয় দলের প্রাক্তন তারকা সন্দীপ নন্দীকে গোলকিপিং কোচ হিসেবে নিচ্ছে ক্লাব।
মোহনবাগান ৬ কোটির উপর ট্রান্সফার ফি দিয়েই পাঞ্জাব থেকে অভিষেককে নিয়েছে। দরকষাকষিতে ইস্টবেঙ্গল ও গোয়া শেষ মুহূর্তে লড়াই থেকে ছিটকে যায়। মণিপুরি ডিফেন্ডার রাইট ব্যাকের পাশাপাশি লেফট ব্যাকেও স্বচ্ছন্দ। নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট হওয়ার পরই সবুজ-মেরুনের চুক্তিপত্রে সই করবেন অভিষেক।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…