প্রতিবেদন : বুধবার রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। সেখানে অন্যান্য জেলার মতোই রাজ্যসরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রচার ও প্রসার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে সকলের অংশগ্রহণ, বুথে বুথে নিবিড় জনসংযোগে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee) ও রাজ্যসভাপতি সুব্রত বক্সি। বিশেষ করে বিজেপি যেসব এলাকায় জিতেছে সেখানে দলকে আরও জোরালোভাবে নামতে বলা হয়েছে। নদিয়া জেলার বহু এলাকায় মতুয়া ভোট রয়েছে। সেখানেও দলের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়কদের আরও বেশি করে জনসংযোগ এবং তাঁদের পাশে থেকে অভাব-অভিযোগ শুনে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এই জেলার অনেকটাই সীমান্তবর্তী এলাকা। সেখানকার মানুষজনের সুযোগ-সুবিধা, অভাব অভিযোগেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের নির্দেশ, সঙ্ঘবদ্ধভাবে দলের ও সরকারের কাজ করতে হবে।
আরও পড়ুন-তৃণমূলের প্রতিবাদে উত্তাল লোকসভা, মার্শাল নামিয়ে লোকসভায় বিল পেশ করতে হল শাহকে