প্রতিবেদন : আজ, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্ডিয়া জোটের বৈঠক। নয়াদিল্লিতে এই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআর নিয়ে ১১ অগাস্ট নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের। সে নিয়েই স্ট্র্যাটেজি বৈঠক হবে দিল্লিতে।
আরও পড়ুন-দিনের কবিতা
বৈঠকে থাকবে কংগ্রেস, আরজেডি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা (উদ্ধব)। পাশাপাশি আগামী কাল ফের বাংলা নিয়ে মূলতবি প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে কংগ্রেসও বাংলা নিয়ে মুলতবি প্রস্তাব দেবে। নিঃসন্দেহে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর বিজেপি রাজ্যে অত্যাচারের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।