১১ মে অসম সফরে যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। একাধিক কর্মসূচি রয়ছে তাঁর। যাবেন কামাক্ষ্যা মন্দিরেও। অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে রবিবার অসমে দলের নেতা- কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডাঃ শান্তুনু সেন৷ ছিলেন অসম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।
আরও পড়ুন-আন্তর্জাতিক মাতৃ দিবসে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
এই সফরে দলীয় দফতর উদ্বোধনের কথা রয়েছে অভিষেকের। তাঁর উপস্থিতিতে হবে যোগদান পর্বও। পুজো দেবেন কামাক্ষ্যা মন্দিরেও। বাংলার বাইরে ত্রিপুরা, অসম ও মেঘালয়কে পাখির চোখ করে এগোচ্ছে দল। ১১ মে অসমে তৃণমূলের সংগঠনের দায়িত্বে থাকা সাসংদ সুস্মিতা দেব ও অসম তৃণমূলের সভাপতি রিপুন বোরা সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সঙ্গে বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন-ইন্টারনেট ব্যবহারেও এবার নজরদারি! ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে জমা দিতে নির্দেশ কেন্দ্রের
আগামী বছর ত্রিপুরায় বিধানসভার নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেস সেখানে লড়াই করবে। অসমে লোকসভা নির্বাচনে লড়বে তৃণমূল কংগ্রেস। মেঘালয়তেও এখন বিরোধী দল হলেও সেখানে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। এর জন্য দরকার শক্তিশালী সংগঠন। আর এই সংগঠনকে মজবুত ও চাঁঙ্গা করতে একে একে উত্তর- পূর্বের রাজ্য গুলিতে যাবেন অভিষেক বন্দোপাধ্যায়।