বঙ্গ

অব্যবস্থায় গেল অনেক প্রাণ এটা ক্রিমিনাল নেগলিজেন্সি, দিল্লি রেল স্টেশনের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

প্রতিবেদন : নিউ দিল্লি স্টেশনে কুম্ভ-যাত্রীদের পদপিষ্টের ঘটনা ফের একবার ভারতীয় রেলের কঙ্কালসার চেহারা সামনে এনে দিয়েছে। যাত্রী নিরাপত্তা নেই, পরিকাঠামোর অভাব, শিকেয় উঠেছে পরিষেবা। রেল হয়ে উঠেছে আতঙ্কের অপর নাম। সোমবার এক্স হ্যান্ডেলে রেলের সেই চূড়ান্ত অব্যবস্থা নিয়ে সরব হয়েছে তৃণমূল। ডেরেক ও’ব্রায়েনের করা পোস্টটি সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। শেয়ার করা হয়েছে দলের তরফেও। সেখানে লেখা হয়েছে, ভারতীয় রেল লক্ষ লক্ষ মানুষের জন্য একটি লাইফলাইন। কিন্তু বিজেপির শাসনব্যবস্থায় সারা দেশে রেল একটি মাল্টিটাস্কিং সার্কাসে পরিণত হয়েছে। যার সর্বশেষ প্রমাণ, নয়াদিল্লি রেলস্টেশনের মর্মান্তিক ঘটনা। প্রয়াগরাজগামী ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে পাঁচজন নিষ্পাপ শিশু-সহ ১৮ জন প্রাণ হারিয়েছেন ওই ঘটনায়। তারপরও কোনও ভ্রুক্ষেপ নেই, কোনও হুঁশ ফেরেনি। এই ঘটনায় দায় এড়াতে পারেন কি রেলমন্ত্রী? তিনি এখনও চেয়ার আঁকড়ে বসে আছেন। তাঁকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek banerjee) বলেন, নিউ দিল্লি রেল স্টেশনের পদপিষ্টের ঘটনা হাফ-মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবেরর অপরাধমূলক অবহেলার ফল। আসলে তিনি তাঁর এই চাকরিটিকে পিআর স্টান্ট হিসাবে বিবেচনা করে থাকেন। তাই তো বারবার অব্যবস্থাপনা এবং উদাসীনতার কারণে প্রাণহানি ঘটে। দুর্ঘটনা লেগেই থাকে। এদিকে নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার পর রেল নিরাপত্তার বজ্রআঁটুনি বাড়ালেও, সোমবারও দেখা যায় ট্রেনে ওঠার লাইনে বিশৃঙ্খলা। কোনও নিয়ন্ত্রণ নেই, আরপিএফের কোনও ব্যবস্থা নেই। রেল শুধু দুই সদস্যের কমিটি করেই ক্ষান্ত।
প্রশ্নের মুখে পড়েছে নতুন দিল্লি রেল স্টেশনের সিসিটিভি মনিটরিং পদ্ধতি৷ স্টেশনের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৫০টি সিসিটিভি ক্যামেরা বিকল ছিল বলে জানা গিয়েছে। তা তদন্তের গতি-প্রকৃতিতে প্রভাব ফেলতে বাধ্য৷ এর মধ্যে আবার রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য এআই প্রযুক্তির ব্যবহার করা হবে৷ দেশের ব্যস্ততম ৬০টি রেল স্টেশনের যাত্রী ভিড় সামাল দেওয়ার জন্য হোল্ডিং জোন তৈরি হবে। এখন দেখার এই প্রতিশ্রুতি পূরণ হয় নাকি আরও একটি ভাঁওতাবাজি, তা ফলেন পরিচীয়তে।

আরও পড়ুন- পর্যটনে ৫,৬০০ কোটির লগ্নি প্রস্তাব মাছ উৎপাদনেও বাংলা হচ্ছে প্রথম

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

10 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

19 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

24 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

33 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago