অভিষেকের প্রশ্নে সংসদে বেআব্রু হল মোদি সরকার

Must read

প্রতিবেদন: গত ৫ বছরে দেশে শিশুশ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (abhishek banerjee) প্রশ্নের উত্তরে সংসদে একথা স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী সুশ্রী শোভা কারান্দজলে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্টের ভিত্তিতে মেনে নিয়েছেন শিশুশ্রমের প্রবণতা বেড়ে চলেছে আশঙ্কাজনকভাবে। কেন্দ্রের তথ্য বলছে, ২০১৮ সালে শিশু-কিশোর শ্রম প্রতিরোধ আইনে নথিভুক্ত মামলার সংখ্যা ছিল ৪৬৪টি। ২০১৯-এ তা বেড়ে দাঁড়ায় ৭৭২। ২০২০, ২০২১ এবং ২০২২ মামলার সংখ্যা ছিল যথাক্রমে ৪৭৬, ৬১৩ এবং ৭৫১।

আরও পড়ুন-হিমাচলের পরিবেশ, উদ্বেগে শীর্ষ আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) জানতে চেয়েছিলেন, দেশে ৫ থেকে ১৪ বছর বয়সের শিশুশ্রমিকের সংখ্যা কত? কত শিশুশ্রমিক নিযুক্ত রয়েছে বিপজ্জনক কাজে? দেশে শিশুশ্রমিক প্রকল্প শুরু হওয়ার পর থেকে শিশুশ্রমিকদের শিক্ষার জন্য মোট কতগুলো কেন্দ্রীয় স্কুল চালু করা হয়েছে? অদ্ভুত ব্যাপার, অভিষেকের প্রশ্নের কোনও সুনির্দিষ্ট উত্তর দেওয়া তো দূরের কথা, সুকৌশলে এড়িয়ে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কারণটা স্পষ্ট, শিশুশ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং আর্থিক দৈন্যের সুযোগ নিয়ে তাদের উপর শোষণ এবং নির্যাতন বন্ধ করার ক্ষেত্রে কেন্দ্রের চরম ব্যর্থতা এবং অপদার্থতা। তবে নিজেদের অপদার্থতা ঢাকতে সাফাইও গেয়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী। দাবি করেছেন, শিশুশ্রমিকদের উদ্ধার এবং পুনর্বাসনের ব্যাপারে তৎপর কেন্দ্র। ৫৯টি জেলায় শিশুশ্রম রুখতে ১২২৫টি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।

Latest article