প্রতিবেদন : মুখ্যমন্ত্রীকে নোংরা আক্রমণ করেছিলেন বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুধু সেই জবাব ফিরিয়ে দিলেন তাই নয়, তমলুকের মাটিতে দাঁড়িয়ে তীব্র আক্রমণ করলেন বিজেপির কাছে বিকিয়ে যাওয়া প্রাক্তন বিচারপতিকে। বললেন, তুমি যার টিকি ধরে রাজনীতি করো সেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নিচু করে প্রণাম করে। (নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছেন প্রধানমন্ত্রী। জনতার সামনে সেই ছবি তুলে ধরলেন) আর তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করো! নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য বিজেপি প্রার্থী করেছেন তার কারণে ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাঁকে শোকজ করেছে। এবার তমলুকের মাটিতে দাঁড়িয়ে জনতার দরবারে বিজেপি প্রার্থীকে কার্যত ‘শোকজ’ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আক্রমণাত্মক বক্তব্যে বুঝিয়ে দিলেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কথা বললে ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস পরিবার। অভিষেকের কথায়, তমলুকের মাটি দুর্জয় ঘাঁটি। সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশদ্রোহীকে দাঁড় করিয়েছে। যে ভদ্রলোক গান্ধী আর নাথুরাম গডসের মধ্যে বেছে নিতে ইতস্তত করে তার থেকে বড় দেশদ্রোহী আর কেউ হয় না। ভাবতে লজ্জা লাগে তমলুকের এই মাটিতে পাঁচবারের সাংসদ ছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত। যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার গড়ে দেশকে পথ দেখিয়েছিলেন সর্বাধিনায়ক, সেই তাম্রলিপ্ত সরকারকে ব্যাঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল-অর্থহীন নাশকতামূলক আখ্যা দিয়েছিলেন বিজেপির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই দলের হয়ে ভোট চাইতে আসছেন যিনি, তাঁকে এমন ভাষায় জবাব দিতে হবে যাতে ৪ জুনের পর সে তমলুকে ঢোকার সাহসটুকুও না পায়।
আরও পড়ুন- বিজেপি বাংলাকে ভালবাসে না এবার ওদের বদলে দিন : নেত্রী
অভিষেক (Abhishek Banerjee) বলেন, আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দর কত? যে মহিলা বাংলার ২ কোটি ১২ লক্ষ মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। যিনি লক্ষ লক্ষ মহিলাদের কন্যাশ্রী দিয়েছেন। ১০ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছেন, তাঁর দাম জিজ্ঞেস করছেন আপনি? আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জানাতেই এসেছি। এরপরই আম জনতার সামনে নেত্রীকে প্রধানমন্ত্রী প্রণাম করছেন সেই ছবি তুলে ধরেন অভিষেক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। এটাই বাংলার দশ কোটি মানুষের দাম। এরপরই অভিষেকের তোপ— আপনার দাম কত সেটা সবাই জেনে গেছে। আপনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম জিজ্ঞেস করেছেন, আপনার দাম তো তমলুকের টিকিট যেটা জনসমক্ষে। আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুবসমাজের হাত থেকে কর্মসংস্থান কেড়ে নিয়েছেন বিজেপি ও সিপিএমের কথায়। তমলুকের রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই রোড-শো পরিণত হয়েছিল জনসমুদ্রে।