বাংলায় দুর্গাপুজো হয় না যাঁরা বলতেন তাঁরাই এখন মণ্ডপ উদ্বোধন করেছে, শাহকে একহাত অভিষেকের

Must read

বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। অথচ বাঙালি কেন অনেক অবাঙালিরাও এই বাংলার দুর্গাপুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকেন। কিন্তু বিজেপির নেতারা বাংলার পুজো দেখতে পেতেন না। অথচ আজ সেই কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে শাহকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। নিশানা করে বলেন, ‘পাঁচ বছর আগে এঁরাই বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এসে মণ্ডপ উদ্বোধন করছেন। পরস্পরবিরোধী মন্তব্য।’

আরও পড়ুন- চিত্তরঞ্জন পার্ক কালীবাড়ির পুজো সারাবছর ধরে প্রতীক্ষায় বাঙালি

বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, তাঁদের আরও অভিযোগ ছিল যে, অনেক পুজোই হতে দেয় না রাজ্য সরকার। এর জবাবে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ” মনে রাখতে হবে, তৃণমূল আমলেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। অন্য কোনও কর্মকাণ্ড বিজেপি সরকারের আমলে এমন কোনও স্বীকৃতি পায়নি।”

শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বিজেপি নেতাদের তুলোধনা করেন। কয়েকবছর আগে এই কলেজে হামলার ঘটনায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। আজ সেই ভাঙা মূর্তিতেই মাল্যদান করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Latest article