বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা বাংলাকে বদনাম করতে একটি সুযোগও ছাড়ে না। শনিবার ভোরে গোয়ার শিরগাঁও-এ লাইরাই দেবী মন্দিরে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে বিজেপি শাসিত রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে তোপ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। এই ঘটনাকে নিয়মমাফিক গাফিলতি বলে অভিযোগ করেন তিনি। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যুর এবং প্রায় ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
শনিবার ভোর রাতে গোয়ার লাইরাই দেবী মন্দিরের শোভাযাত্রায় মৃত্যু মিছিলে শোকের ছায়া দেশ জুড়ে। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, গোয়ার শ্রীদেবী লাইরাই মন্দিরে ছয়জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। হাথরস থেকে গোয়া – ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে এই একই ধরনের দুঃখজনক ঘটনার পুণরাবৃত্তি, একই ধরনের বিরক্তিকর প্রশাসনিক উদাসিনতাকে প্রতিফলিত করে।
এই ঘটনায় যাতে অভিযুক্তরা কোনওভাবেই ছাড় না পায় ও মৃতদের পরিবার বিচার পায় সেই দাবি তুলে অভিষেক লেখেন, গোয়া প্রশাসনের কাছে আমার অনুরোধ যেন একটি নিরপেক্ষ তদন্ত হয় এবং এড়ানো যেত এমন জীবনহানির ঘটনায় ঠিকভাবে দায়িত্ব নেওয়া হয়। নাগরিকদের নিরাপত্তা নিয়মমাফিক অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে না, দাবি অভিষেকের।