গেট খুললে উঠে যাবে বিজেপি

Must read

সামশেরগঞ্জ ও জঙ্গিপুর : দুটি কেন্দ্র৷ মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর৷ ৩০ সেপ্টেম্বর বিধানসভা ভোট। দলীয় প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার প্রচারে গিয়ে একযোগে বিজেপি-কংগ্রেস–বামেদের তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বিজেপি থেকে যত নেতা-কর্মী দলে আসতে চাইছেন, তাতে তৃণমূল গেট খুলে দিলে বিজেপি দলটাই উঠে যাবে। কিন্তু আমরা চাই গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই থাক। মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকেও তুলোধোনা করেন অভিষেক।

মুর্শিদাবাদের দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যুতে রাজ্যের বাকি বিধানসভা আসনগুলির সঙ্গে ভোট করা যায়নি সেখানে। ৩০ সেপ্টেম্বর এই দুই জায়গায় ভোটগ্রহণ। তার প্রচারেই এদিন মুর্শিদাবাদে যান অভিষেক। প্রচারের শুরুতেই বাম-কংগ্রেস-বিজেপিকে এক তিরে বেঁধেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, বিজেপিকে সুবিধা করতেই সিপিআইএমের সঙ্গে আঁতাঁত করেছে কংগ্রেস।
কংগ্রেসকে এদিন তুলোধোনা করেন অভিষেক। তিনি বলেন, কংগ্রেস বিজেপির কাছে হারছে। আর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে— এটাই পার্থক্য। কেন্দ্রের জনবিরোধী প্রকল্প নিয়ে সংসদে কোনও বিরোধিতা করে না কংগ্রেস, অভিযোগ অভিষেকের। এদিন, অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেন কংগ্রেস নেতা মইনুল হক।

আরও পড়ুন: টার্গেট সরকার তৈরি, গোয়ায় ভোটযুদ্ধে তৃণমূল

খেলা হবে- এই স্লোগান নিয়েই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা কাঁপিয়েছিল তৃণমূল। এবার সেই স্লোগান নিয়েই লক্ষ্য ২০২৪। বৃহস্পতিবার, দলীয় প্রার্থীর হয়ে জঙ্গিপুরে ভোট প্রচারে গিয়ে সেই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক। তিনি বলেন, বাংলার ভোটের পরে এবার খেলা হবে রাজধানীতে। এবার দেশজুড়ে খেলা হবে। বিজেপিকে যদি কেউ রাজনৈতিক মোকাবিলা করে হারাতে পারে সে একমাত্র তৃণমূল।
অভিষেক বলেন, যেখানে বিজেপি আছে সেখানেই তাদের হারিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস ঢুকেছে, আগামী দিনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করবে।

একইসঙ্গে তাঁকে ত্রিপুরায় ঢুকতে বাধা দিতেই সেখানে ১৪৪ ধারা জারির তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ। বলেন, আমি যাতে ত্রিপুরায় মিছিল করতে না পারি সেই কারণে ১৪৪ ধারা জারি করে দিয়েছে, এত ভয় কীসের? অভিষেক বলেন, ত্রিপুরায় তৃণমূলের জমি শক্ত হওয়াতেই ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন, দেশ দেখছে মমতার সিঙ্গল ইঞ্জিন সরকারের কামাল। আর ডবল ইঞ্জিনের সরকারে গণতন্ত্র নেই। নাম না করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বলেন, যিনি গরুর দুধের সোনা পেয়েছিলেন, তিনিও টা টা বাই বাই৷
কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার হেনস্থা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর জবাবে অভিষেক সাফ বলেন, ৫ দিনে ১৫টা নোটিশ দিয়েছে ইডি, ৫০০ নোটিশ দিলেও মাথা নত করব না৷

২১১ আসন পেয়ে জয়ী হয়েছে তৃণমূল। তবে, মুর্শিদাবাদের দুটি আসনও জিততে হবে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে এক লক্ষ ভোটে জিততে হবে বলে বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Latest article