এবারের বাজেটেও বঞ্চিত বাংলা, সাধারণের জন্য কিছুই নেই: বিহার-প্রীতি নিয়ে খোঁচা অভিষেকের

Must read

নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাজেটে বিহারকে উজাড় করে দিয়েছে মোদি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের ঝুলি শূন্য। এই পরিস্থিতিতে বাজট নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। বাংলা থেকে যাওয়া বিজেপি সাংসদদেরও কটাক্ষ করেন তিনি।

শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পরেই অধিবেশন মুলতবি হয়ে যায়। লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাজেট নিয়ে ক্ষোভ উগরে দেন অভিষেক। বলেন, “যখন বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছিলেন, তখনও বাংলা কিছুই পায়নি। আজও বাংলার ১২ জন বিজেপি সাংসদ রয়েছেন, কিন্তু তাও বাংলা কিছুই পেল না। এই ১২ জন সাংসদ এর বিরুদ্ধে প্রতিবাদও করবে না। বাংলা বরাবর বঞ্চিত হয়েছে, আজও তার পুনরাবৃত্তি ঘটল।“

আরও পড়ুন- নির্বাচনের দিকে তাকিয়ে রাজনৈতিক বাজেট কেন্দ্রের

এর পরেই মোদি সরকারের বিহার-প্রীতি নিয়ে খোঁচা দেন অভিষেক। তাঁর কথায়, বিজেপি সরকার ভোটের কথা মাথায় রেখে বাজেট করে। শুধুমাত্র বিহারে (Bihar) এই বছর নভেম্বরে নির্বাচন রয়েছে বলেই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। ওরা সব কিছু ভোটের কথা মাথায় রেখে করে, সাধারণ মানুষের জন্য নয়। তাঁর কথায়, আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গিয়েছে, তাই ওরা বিহারের দিকে মন দিয়েছে।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কথা তুলে অভিষেক বলেন, “বিজেপি সরকার আসার পর থেকে বাংলা কিছুই পায়নি। এবারের বাজেটেও সেই একই ঘটনা ঘটেছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।“

আয়কর ছাড় প্রসঙ্গে তৃণমূল সাংসদ (Abhishek banerjee) জানান, “পুরো বাজেট আমি এখনও পড়িনি। আয়কর ছাড়ের বিষয়ে এখনও স্পষ্টতা নেই। তাই আগে সম্পূর্ণ বাজেট পড়তে হবে, তারপর আমি যা বলার বলব।“

Latest article