বঙ্গ

প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে জ্ঞানেশ কুমারকে: তোপ অভিষেকের, পরিবারের পাশে তৃণমূল

পানিহাটির বাসিন্দা প্রদীপ কর এনআরসি এবং এসআইআর-কে দায়ী করে আত্মঘাতী হয়েছেন। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee_SIR)। প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিতে হবে। একইসঙ্গে অভিষেকের স্পষ্ট কথা, প্রদীপ করের মৃত্যুর জবাব বাংলার মানুষ ভোটের মাধ্যমে দেবে। তিনি প্রশ্ন তুলেছেন, প্রদীপ করের মৃত্যুতে ক’জন বিজেপি নেতার তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন? কতজন খবর নিয়েছেন? পাশাপাশি তিনি (Abhishek Banerjee_SIR) জানিয়েছেন, তৃণমূল নেতারা প্রদীপ করের বাড়িতে গিয়েছেন, খোঁজ খবর নিয়েছেন এবং পরিবারের পাশে রয়েছেন।

এসআইআর শুরুর আগেই আত্মহত্যা উত্তর ২৪ পরগনার খড়দহ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৪ নম্বর মহাজাতি নগরে। মৃত ৫৭ বছর বয়সী প্রৌঢ় প্রদীপ কর। আত্মহত্যার আগে তিনি একটি নোটে দাবি করেন “এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী।” ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ৪ নম্বর মহাজাতি নগরে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করতেন প্রদীপ কর। তিনি শয্যাদ্রব্য ব্যবসায়ী ছিলেন। ওই এলাকায় উমা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটও কিনেছিলেন। মঙ্গলবার সকালে সেই ফ্লাট থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নাগরিকত্ব নিয়ে তিনি অবসাদে ভুগছিলেন। ছিলেন অবিবাহিত। এদিন সকালে অনেক ডাকাডাকির পরেও তাঁর কোনও সাড়া-শব্দ মেলেনি। দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘরের মধ্যে থেকে চাঞ্চল্যকর সুইসাইড নোট মিলেছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে খড়দহ থানার পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন- NRC আতঙ্কে আত্মহত্যা বাংলায়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

২০০২ সালের ভোটার তালিকাতে নাম, পুরনো ভোটার কার্ড, আধার কার্ড-সহ সমস্ত নথিপত্রই তাঁর ছিল। প্রদীপের মৃত্যুর খবরের পরই তাঁর বাড়িতে পৌঁছন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নির্মল ঘোষ-সহ তৃণমূল নেতারা। চন্দ্রিমা বলেন, “এনআরসির জন্য তিনি আতঙ্কে ছিলেন। সোমবার বিকেলে এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি আরও হতাশ হয়ে পড়েন। তারপর থেকেই তিনি অস্বাভাবিক ছিলেন। রাতেই তিনি আত্মহত্যা করেন।” নির্মল ঘোষ বলেন, “বিজেপি সরকারের এই কর্মকাণ্ডের কারণেই দেশের এক নাগরিকের প্রাণ চলে গেল। বিজেপি আগুন নিয়ে খেলছে।”

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

57 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago