কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Nirmala Sitharaman)। গত পাঁচ বছরে বাংলা থেকে কয়েক লক্ষ কোটি টাকা করের আকারে শোষণ করে নেওয়া হয়েছে। যা অভিষেক ‘পাপ কা পয়সা’ বলে উল্লেখ করেছেন।
বাংলার মনরেগা-র (MGNREGA) কার্ডধারীদের টাকা অন্যায়ভাবে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। বাংলা তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। সীতারামনের ‘বাপ কা পয়সা’ মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অভিষেক (Abhishek Banerjee- Nirmala Sitharaman) জানিয়েছেন, “সমস্ত বিনয় এবং নম্রতার সঙ্গে, আমি অর্থমন্ত্রীকে বলতে চাই যে এটি ‘বাপ কা পয়সা’ নয় বরং ‘পাপ কা পয়সা’।” ‘পাপ’ হিসাবে বুঝিয়েছেন, বাংলা থেকে গত পাঁচ বছরে ৪,৬৫,০০০ কোটি টাকা প্রত্যক্ষ এবং পরোক্ষ কর হিসেবে শোষণ করে নেওয়া হয়েছিল। রাজ্যকে তার ন্যায্য থেকে বঞ্চিত করা হয়েছে।
আরও পড়ুন- ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
অভিষেক আরও জানিয়েছেন, “সাধারণ মানুষের ঘাম ঝরানো এই টাকা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিত্তশালী বাসস্থান, সরকারি কর্মকর্তাদের জন্য বিলাসবহুল বিমান এবং ভুয়ো খবর প্রচারে অপচয় করা হয়।” এইভাবেই কেন্দ্রের অর্থমন্ত্রীকে তুলোধনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Baap KA PAISA नहीं PAAP KA PAISA. https://t.co/WFglMUG6be
— Abhishek Banerjee (@abhishekaitc) February 29, 2024
বাংলার ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বঞ্চিতদের টাকা রাজ্যের তৃণমূল সরকার দিচ্ছে। গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ঢুকছে। মানুষের মুখে হাসি ফুটছে। এখনও পর্যন্ত রাজ্য সরকার ৫৯ লক্ষ জবকার্ড হোল্ডারদের টাকা দিচ্ছে রাজ্য সরকার।