কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এও (Union Budget 2024) বঞ্চিত বাংলা। রাজ্য বিহারকে ভরে দিলেও পশ্চিমঙ্গের ঝুলি শূন্য রেখেছে কেন্দ্রের এনডিএ সরকার। মঙ্গলবার, লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পরেই বঞ্চনা নিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক বলেন, “শুধু নিজেদের সরকারকে বাঁচাতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?” এই বিষয় নিয়ে বুধবার দলের তরফ থেকে লোকসভায় ঝড় তুলবেন অভিষেক।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। ১২টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ না করায় তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ। এই বাজেটকে (Union Budget 2024), ”এটি জিরো গ্যারান্টি এবং জিরো ওয়ারেন্টি-সহ একটি নিষ্ফলা বাজেট” বলে মন্তব্য করেন তিনি। এর পরেই তোপ দেগে অভিষেক বলেন, ”বিজেপি সরকার বাংলাকে ক্রমাগত বঞ্চিত করেছে। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ বাংলার জন্য কিছু বরাদ্দ এনেছেন? না! নেট ফল শূন্য। বাংলা প্রতিনিয়ত নিপীড়ত ও বঞ্চিত।”
আরও পড়ুন- সর্বসম্মতিক্রমে শপথ পাঠ নিব নির্বাচিত বিধায়কদের! বললেন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ রাজ্যপালকে
এর পরেই বিরোধী দলনেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”শুভেন্দু অধিকারী কিছু দিন আগে যা বলেছিলেন ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’ তা আজ প্রমাণিত। শুধু নিজেদের সরকারকে বাঁচাতে তারা (বিজেপি) বিহার ও অন্ধ্রপ্রদেশে বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?”
অভিষেকের কথায়, ”স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ- সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা। জন্ম দিয়েছে নির্ভীক ও মুক্তিযোদ্ধাদের। কিন্তু সেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। আবার জবাব দেবে।”