জাতীয়

বাজেটেও বঞ্চিত বাংলা! বৈষম্যের জবাব দেবে মানুষ, তোপ দাগলেন অভিষেক

কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এও (Union Budget 2024) বঞ্চিত বাংলা। রাজ্য বিহারকে ভরে দিলেও পশ্চিমঙ্গের ঝুলি শূন্য রেখেছে কেন্দ্রের এনডিএ সরকার। মঙ্গলবার, লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের পরেই বঞ্চনা নিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা মন্তব্যকে হাতিয়ার করে অভিষেক বলেন, “শুধু নিজেদের সরকারকে বাঁচাতে বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?” এই বিষয় নিয়ে বুধবার দলের তরফ থেকে লোকসভায় ঝড় তুলবেন অভিষেক।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি হয়েছে। ১২টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ না করায় তীব্র আক্রমণ করেন তৃণমূল সাংসদ। এই বাজেটকে (Union Budget 2024), ”এটি জিরো গ্যারান্টি এবং জিরো ওয়ারেন্টি-সহ একটি নিষ্ফলা বাজেট” বলে মন্তব্য করেন তিনি। এর পরেই তোপ দেগে অভিষেক বলেন, ”বিজেপি সরকার বাংলাকে ক্রমাগত বঞ্চিত করেছে। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ বাংলার জন্য কিছু বরাদ্দ এনেছেন? না! নেট ফল শূন্য। বাংলা প্রতিনিয়ত নিপীড়ত ও বঞ্চিত।”

আরও পড়ুন- সর্বসম্মতিক্রমে শপথ পাঠ নিব নির্বাচিত বিধায়কদের! বললেন মুখ্যমন্ত্রী, তীব্র আক্রমণ রাজ্যপালকে

এর পরেই বিরোধী দলনেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”শুভেন্দু অধিকারী কিছু দিন আগে যা বলেছিলেন ‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’ তা আজ প্রমাণিত। শুধু নিজেদের সরকারকে বাঁচাতে তারা (বিজেপি) বিহার ও অন্ধ্রপ্রদেশে বিশেষ প্যাকেজ বরাদ্দ করেছে। কোন রাজ্য কত বরাদ্দ পাচ্ছে, তা নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু বাংলা কেন বঞ্চিত হবে?”

অভিষেকের কথায়, ”স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ- সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা। জন্ম দিয়েছে নির্ভীক ও মুক্তিযোদ্ধাদের। কিন্তু সেই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। বাংলার মানুষ আবার জবাব দেবে। আবার জবাব দেবে।”

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

33 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago