কিছু লোকের কাছে রাজনীতি ‘মরশুমি কাজ’, নাম না করে কটাক্ষ অভিষেকের

Must read

ভোটের সময় ছাড়া কিছু রাজনীতিকদের দেখাই যায় না। ভোট আসলেই তাঁদের দেখা মেলে। তাঁরা রাজনীতিকে শুধুমাত্র ‘মরশুমি কাজ’ বলে মনে করেন। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলের এক বার্তায় জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডায়মন্ড হারবারের সাংসদ (Abhishek Banerjee) কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ না করে লেখেন, ‘কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরশুমি কাজ-কয়েকজন নেতা শুধুমাত্র ভোটের জন্য আসেন, নির্বাচন এলে তাঁরা সাধারণ মানুষের কথা ভাবার ভান করেন। কিন্তু আমরা আনন্দ, হতাশা, বিপদ, শান্তি-সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছি। তারই প্রতিফলনই সেবাশ্রয়।’

আরও পড়ুন: স্নাতকোত্তরে পড়ালেও খাতা দেখায় ‘না’, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ অতিথি শিক্ষক ও স্যাক্টরা

অভিষেকের আরও সংযোজন, ‘সেবাশ্রয় শুরুর পর আমরা ৯ লক্ষ ৩ হাজার ৪০০ রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে সফল হয়েছি। ৬ মার্চ সেবাশ্রয়ের ৬৩তম দিনে মহেশতলায় স্বাস্থ্য শিবিরগুলিতে ৮ হাজার ৮৮৮ জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। মানুষ আমাদের পাশে থাকলে আমরা প্রতিদিন তাঁদের পাশে থাকব নিরবচ্ছিন্ন ভাবে।’

Latest article