প্রতিবেদন : ‘সুনার বঙ্গাল’ থেকে ‘সোনার বাংলা’— মিথ্যা প্রতিশ্রুতির ফানুস উড়িয়েই চলেছে বিজেপি। ২০২১-’২৪-এর পর ২০২৫— বাংলাকে ভাতে মেরে সেই বাংলা দখলের স্বপ্নে বুঁদ বিজেপি ভুলে গিয়েছে এই বাংলার মানুষ ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে। আবারও দেবে। কিন্তু বিজেপি বুঝলে তো! তাই অমিত শাহ (abhishek banerjee) কলকাতায় এসে সেই একই বুলি আউড়ে গেলেন। একটা সময় এরাই বলত বাংলায় দুর্গাপুজো হয় না। তারাই এখন আসছেন পুজো উদ্বোধন করতে! বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee) তীব্র কটাক্ষে বলেন, উনি সোনার বাংলা গড়ার কথা বলছেন, ভাল— কিন্তু তার আগে বলুন, যে-সব জায়গায় বিজেপি ক্ষমতায় আছে, সেইসব রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাত, ত্রিপুরা, অসম সোনার হল না কেন? কেন সেখানে ব্রিজ ভেঙে যায়, রাস্তা ধসে পড়ে? একই সঙ্গে তিনি ফের বাংলার বকেয়ার দাবি তোলেন। বলেন, সোনার বাংলা গড়ার আগে বাংলার বকেয়া যে ২ লাখ কোটি টাকা আটকে রেখেছেন তা কবে ছাড়বেন সেই জবাব দিন। কোন খাতে কেন ওই টাকা আটকে রেখেছেন? যদি অমিত শাহ বলেন, আমি মিথ্যে কথা বলছি তাহলে তিনি বলুন, তিনি কখন কোন চ্যানেলে বসতে চান, আমি ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যাব।
এর পরই বিজেপি-শাসিত রাজ্যগুলির উদাহরণ তুলে অভিষেক বলেন, কিছুদিন আগে বিহারে রাস্তা ধসে গেল, কই সোনার বিহার তো বানাতে পারেনি! গুজরাত, মহারাষ্ট্রে প্রতিদিন ব্রিজ ভেঙে যাচ্ছে। সেখানে তো সোনার গুজরাত, সোনার মহারাষ্ট্র তৈরি হল না। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে আপনারা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে খরচ করছেন। কিন্তু সেইসব জায়গা তো সোনার উত্তরপ্রদেশ, সোনার বিহার, সোনার অসম হল না। এরই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি নেতৃত্বের দাবিকে নিশানা করে অভিষেক বলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে আগে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে দেখান! সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই। তবে সেখানে মহিলাদের এই প্রকল্প শুরু করতে পারলেন না কেন?
আরও পড়ুন- এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের