ঝাড়খণ্ডে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। এ নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Migrant Worker)। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে যোগাযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন বেলডাঙার পরিযায়ী খুনে কড়া শাস্তি দিতে হবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে তাঁর রাজ্যের পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের ধরা হবে।
ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা (Beldanga Migrant Worker) থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা আলাউদ্দিন শেখ। পাঁচ বছর আগেই সেই রাজ্যে যান এই যুবক। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। গ্রামে গ্রামে ফেরি করার সময় হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আতঙ্কের কথা বাড়ির সদস্যদের ফোনেও জানিয়েছিলেন আলাউদ্দিন। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। পরে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া মেলে। শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ।
আরও পড়ুন- এসআইআরে অভিযোগ জমা নিষ্পত্তির সময়সীমা বাড়ল
এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ হয়েছে মুর্শিদাবাদের রাস্তায়। আটকে ছিল ট্রেন, বাস, লরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার জন্য আবেদনও জানিয়েছেন। বলেছেন, মৃতের পরিবারের পাশে রয়েছেন তাঁরা। যা ঘটেছে তা অনভিপ্রেত। এই ঘটনার বিচার হবে।

