ঐক্যের বার্তা মুখ্যমন্ত্রী-অভিষেকের, আজ মধ্যরাতে ফেসবুক লাইভ সাংসদের

Must read

রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগেই টুইটে একতার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) দিলেন বার্তা। আজ রাত বারোটায় ফেসবুক লাইভে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ তিনি কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।

টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“আমরা, ভারতবাসী। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, পোশাক, রীতি ভিন্ন। কিন্তু আমরা এক। দেশের প্রতি আমাদের ভালোবাসা বেঁধে রেখেছে আমাদের। ভারতের প্রতি আমাদের টান ঐক্যবদ্ধ করেছে আমাদের। ভারতের ৭৫ বছর স্বাধীনতা পূর্তিতে মাতৃভূমির প্রতি আমাদের টানটা বাড়িয়ে তুলি। শপথ নিই, এই মাতৃভূমিকে রক্ষা করব। আমি আপনাদের এই নিয়ে নিজেদের মত জানানো আমন্ত্রণ জানাই। কী ভাবে নিজের এই মহান দেশের সঙ্গে সংযোগ রক্ষা করেন আপনি?”

নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee) লেখেন, “আসুন, একটু ভেবে দেখি। আমরা এই দেশের বাসিন্দা। আমাদের সংস্কৃতি, উৎসব, পোশাক এবং রীতি সবই আলাদা। কিন্তু আমরা ঐক্যবদ্ধ, কী ভাবে? উত্তরটা হল, মাতৃভূমির প্রতি আমাদের টান। দেশের প্রতি এই টানই আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে।”
তিনি আরও লেখেন, “ভারতের প্রতি আমাদের টানই শক্তিশালী করেছে আমাদের। প্রতিশ্রুতি দিচ্ছি, এই পবিত্র সংযোগ আমরা আরও মজবুত করব। আমরা চাই, ভারতবাসী এই নিয়ে তাঁদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিন। এই দেশের সঙ্গে কী জুড়ে রেখেছে আপনাদের?’’

শনিবারই নিজের হ্যান্ডেলের DP বদল করেছেন মমতা ও অভিষেক। আজ অভিষেক রাত্রে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে তৃণমূলে নেতাকর্মীরা।

আরও পড়ুন: কন্যাশ্রী দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

Latest article