পূর্ব বর্ধমানে জনসভা থেকে দুর্নীতি নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শৃঙ্খলা প্রসঙ্গে দলের অবস্থান আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শৃঙ্খলা প্রসঙ্গে দলের অবস্থান আরও স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব বর্ধমানে সভা করতে গিয়ে এদিন তিনি বলেন, ‘কেউ যদি ভাবে আমি জিতে গিয়ে কেউকেটা হয়ে গেছি, এই দল এমন দল যে দলের মহাসচিবকে সাসপেন্ড করার আগে দু’বার ভাবেনি।’

আরও পড়ুন-আইএসসি ও আইসিএসই ফলপ্রকাশ, দুই শ্রেণিতেই প্রথম স্থানে বাংলার পড়ুয়ারা

তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলেন। সিপিআইএমের মনোরঞ্জন পাত্র আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। সিপিএম মাথায় তুলে রেখে দিয়েছে। যারা ক্যামেরায় টাকা নিতে গিয়ে ধরা পড়েছে, বিজেপি তাদের বড় বড় পদ দিয়েছে। কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। প্রমাণ পেয়ে এই লোকটি দুর্নীতিগ্রস্ত, তাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বার করে দেওয়া হয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস।’

আরও পড়ুন-অভাবের কথা জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত বৃদ্ধের

র্তৃনমূল কংগ্রেসের নব জোয়ার যাত্রা নিয়ে খুশি অভিষেক। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ব বর্ধমান জুড়ে #JonoSanjogYatra নিয়ে মানুষের মধ্যে তুমুল উৎসাহ তৈরি হয়েছে! আমি নিজে তার অনেকটাই চাক্ষুষ করেছি! বাকিটা সম্পর্কে আমাকে অবহিত করলেন দলের স্থানীয় নেতা-কর্মীরা।’

Latest article