শেষ ছবির মুক্তি আর দেখা হল না বলিউডের হি-ম্যানের। চির বিদায় নিলেন রূপলি পর্দার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এবার আর মিরাকেল ঘটল না। বেলা বাড়ার সাথে বাড়তে থাকে নিরাপত্তা। শুধু বাড়িতেই নয়, শ্মশানেও একই চিত্র উঠে আসে। গোটা পরিবার ভিলে পার্লে শ্মশান ঘাটে পৌঁছে যায়। শ্মশান চত্বরে নিরাপত্তা আঁটোসাঁটো দেখে বাড়তে থাকে অনুরাগীদের ভিড়। এর মাঝেই ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন-প্রয়াত ধর্মেন্দ্র! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ”কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রের একজন সত্যিকারের আইকন তিনি। তাঁর অতুলনীয় ও অনন্যসাধারণ প্রতিভা এবং অভাবনীয় অভিনয় মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

