বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ১৫৩৬৬ আপ বিকানের-গৌহাটি এক্সপ্রেস বিকেল ৫ টা নাগাদ লাইনচ্যুত হয়েছে।

Must read

উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ১৫৩৬৬ আপ বিকানের-গৌহাটি এক্সপ্রেস বিকেল ৫ টা নাগাদ লাইনচ্যুত হয়েছে। আর তাতে বহু মানুষের মৃ্ত্যুর আশঙ্কা করা হচ্ছে।দুমড়ে মুচড়ে গেছে ৪টি বগি। দূর্ঘটনার অভিঘাতে একটি বগির ওপর উঐে যায় আর একটি বগি। এখনও পর্যন্ত ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। । আশঙ্কা করা হচ্ছে লাইনের ফাটলেই এই দুর্ঘটনা ঘটেছে।

রেল দুর্ঘটনায় মানুষের পাশে “যুবশক্তি”, কঠিন সময়ে সর্বতোভাবে সকলের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ যুবশক্তি টুইটারে শোক প্রকাশ করে লিখলেন অভিষেক বন্দোপাধ্যায়

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় বাংলার “যুবশক্তি” উদ্ধার ও ত্রাণকার্যে ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামণা করেছেন।

আরও পড়ুন-ময়নাগুড়ির রেল দূর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাদ যান নি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যথাযোগ্য ব্যবস্থা নিয়ে তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

#BanglarJuboShakti উত্তরবঙ্গের সদস্যরা ময়নাগুড়িতে রয়েছে সবাইকে সাহায্য করার জন্য।’

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো লেখেন, ‘আমাদের যুবশক্তি সদস্যরা এই পরীক্ষার সময়ে দৃঢ়ভাবে সকলের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন।

উদ্ধার অভিযান থেকে শুরু করে যে কোনো ধরনের সাহায্য বা ত্রাণ প্রদান, আমরা প্রত্যেককে সাহায্য করব। এটা আমাদের প্রতিশ্রুতি।’

 

Latest article