প্রতিবেদন: কিছুদিন আগেই ত্রিপুরায় বিজেপির নৃশংস আক্রমণে গুরুতর জখম হয়েছিলেন ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ নেতা মামন খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরেই সেখানে তাঁর ডায়ালিসিস চলছে। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের যে কোনও গণতান্ত্রিক কর্মসূচির উপর নির্লজ্জ আক্রমণ চালাচ্ছে বিজেপির গুন্ডারা। নির্বিকার পুলিশ। মামন খানের উপর হামলায় অভিযুক্তরা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। নিষ্ক্রিয় ত্রিপুরার বিজেপি প্রশাসন।
ত্রিপুরার অসুস্থ সহকর্মীকে দেখতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থ মামন খানের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন। তাঁকে দেখে বেরিয়ে যাওয়ার সময় মামন খানের পরিবারকে আশ্বস্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর চিকিৎসার সব দায়িত্ব দলের। তৃণমূল কংগ্রেস পরিবার সম্পূর্ণভাবে তাঁর পাশে আছে। মামন খানের খোঁজ নেওয়ার পাশাপাশি এদিন এসএসকেএমে ভর্তি রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও দেখে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।