জনসভায় যাওয়ার পথে গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের অভাব-অভিযোগ শুনলেন অভিষেক

Must read

কাঁথির জনসভায় যাওয়ার পথে গাড়ি থামালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন। শুনলেন অভাব অভিযোগ। গাড়ি থামালেন কাঁথির মারিশদা গ্রামে। খোঁজ নিলেন সেখানকার সাধারণ মানুষের ভালো-মন্দের। অভাব-অভিযোগ শোনার পর আশ্বাস দিলেন সমস্যা সমাধানের।

আরও পড়ুন: ভূপতিনগরে ভয়াবহ বিস্ফোরণ: বিরোধী দলনেতাকে একহাত নিল তৃণমূল

শনিবার কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে জনসভায় যাওয়ার আগে কনভয় থেকে নেমে মারিশদা গ্রামে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানকার গ্রামবাসীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান, বাড়ি, রাস্তা ও নিকাশি ব্যবস্থার মতো সমস্যাগুলির সমাধানের জন্য। কেউ আবার অভিযোগ জানান, সরকারি কাজে হয়রানি সংক্রান্ত বিষয়ে। গ্রামবাসীদের বাড়িতে গিয়ে তাঁদের সব কথা শোনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যোগাযোগের জন্য চেয়ে নেন তাঁদের ফোন নম্বর। পাশাপাশি তাঁদের সকলকে সাহায্যের আশ্বাস দেন অভিষেক। জানান, “আমি দেখে গেলাম। যা করার আমি করব। আমি যখন তখন চলে আসব। এক কাপ চা খেয়ে যাব।” এদিন হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতের কাছে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হতে দেখা যায় গ্রামবাসীদের।

Latest article