ফাইল ছবি
সাড়ে আটঘণ্টা জেরা চলল কিন্তু তার পরেও মাথা উঁচু করে ইডির দফতর থেকে বেরলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek)। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, বাংলার নির্বাচনে ল্যাজেগোবরে হয়ে, এখন ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাতে চাইছে। “এরা গণতান্ত্রিকভাবে লড়তে পারে না বলে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে। আমি অন্য মেটিরিয়াল। আমি ED-CBI-এর ভয়ে মাথা নত করব না” সাড়ে ৮ ঘণ্টার জেরার পরে হুঙ্কার অভিষেকের। তিনি জানান, তদন্তের সহযোগিতা করেছেন। সব নথিও সময় মতো পাঠিয়ে দেবেন। “তবে, তদন্তকারীদের সঙ্গে কী কথা হয়েছে তদন্তের স্বার্থে তা বাইরে বলব না”- জানান অভিষেক। “ইডি তাদের কাজ করছে“।
আরও পড়ুন-যক্ষ্মা নিবারণে ভালো কাজের স্বীকৃতি- পূর্ব মেদিনীপুরকে স্বর্ণ পদক আর নদিয়াকে ব্রোঞ্জ পদক
এরপরেই বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, নারদায় যাঁদের টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁদের কতবার ডেকেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ”যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের কতবার ডেকেছে? আমি বিরোধী দল তৃণমূল করি বলেই আমি চোর, বাকিরা সাধু!” তিনি বলেন, বিজেপি-র এই ওয়াশিং মেশিনের কায়দা, দ্বিচারিতা বেশিদিন চলতে পারে না। তিনি বলেন, ”আমার বিরুদ্ধে দশ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে, ফাঁসির মঞ্চ তৈরি করুন। আমি মৃত্যু বরণ করব।”
আরও পড়ুন-বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে পাঠাল তৃণমূল
অভিষেক জানান, সুপ্রিমকোর্টে আগামী দিনে তাঁর আবেদনের মামলার শুনানি হবে। এদিন ইডি–র দফতর থেকে বেরিয়ে ফের অভিষেক বলেন, “আমি শতবার মানুষের ক্ষমতা সামনে মাথা নত করতে রাজি, কিন্তু ক্ষমতায় থাকা মানুষের সামনে মাথা নত করব না”
কলকাতায় ইডি-র দফতর আছে, কিন্তু হেনস্থা করার জন্যই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সাংসদ। যখনই উপনির্বাচন হয়, তখনই ডেকে পাঠানো হয়। গণতান্ত্রিক ভাবে লড়তে পারে না বলেই ইডি-সিবিআই দিয়ে ভয় দেখায়। ২০২১-এ হেরেছে ২০২৪-ও হারবে।
আরও পড়ুন-চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
তিনি বলেন, এটা কয়লা বা গরু কেলেঙ্কারি নয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কেলেঙ্কারি। কারণ, কয়লা ও সীমান্ত পাহারা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়।
মঙ্গলবার, রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডি অফিসে হাজিরা দিতে পারবেন না বলে জানান অভিষেক। তিনি জানান, মেল করেই তিনি অসুবিধার কথা জানাবেন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…