আজ বিকেলেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিকেল ৫ টায় শৃঙ্খলারক্ষা কমিটির (Disiplinary Committee Meeting) বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীত্ব ও দলের সব পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি জানিয়ে সকালেই টুইট করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। এরপরই দলের বৈঠক ডাকলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত থাকবেন কুণাল ঘোষ। টুইটে নিজেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: রাজ্যে এই রোগ নির্মূল করাই চ্যালেঞ্জ: বিশ্ব হেপাটাইটিস দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিত্ব ও দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলে নিজের টুইটার হ্যান্ডেলে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। পর মুহূর্তেই নিজের টুইট ডিলিট করেন তিনি। রাজনৈতিক মহলে শুরু হয় গুঞ্জন। তারপরেই তিনি বিষয়টি খোলসা করেন।
কুণাল ঘোষ টুইটে উল্লেখ করে বলেন, তিনি আগে তাঁর অভিমত প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার তৃণমূল ভবনে বিকেল ৫ টায় শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি এবং দল সিদ্ধান্ত নেবেন কী করা উচিত। তাই তিনি তাঁর ব্যক্তিগত টুইট ডিলিট করলেন।

 

Latest article