SIR-আত্মঘাতীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবে তৃণমূল, বিশেষ টিম গড়লেন অভিষেক

Must read

এসআইআর আতঙ্কে রাজ্যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। একের পর এক আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে আসছে। আত্মঘাতীদের পরিবারগুলির পাশে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। টিম তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (SIR_Abhishek Banerjee)।

নেতা, জনপ্রতিনিধিদের নিয়ে একটি দল তৈরি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলের সদস্যরা যারা এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছে তাঁদের পরিবারগুলির কাছে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। এই দলের নেতারা সবসময় মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়ের (SIR_Abhishek Banerjee) নির্দেশ অনুসারে সকল প্রকার সহায়তা প্রদান করবেন।

আরও পড়ুন- কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

শনিবার (প্রথম দিন) এসআইআর আতঙ্কে যারা আত্মহত্যা করেছেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন তৃণমূল নেতার। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে বিকেল ৫টায় দেখা করতে যাবেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। টিটাগড়ে বিকেল ৪টেয় যাবেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ডানকুনিতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বিকেল ৪টেয় দেখা করতে যাবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা। হুগলিতে যাবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী ও পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সন জয়া দত্ত এবং স্থানীয় নেতারা। উলুবেড়িয়ায় যাবেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী এবং স্থানীয় নেতারা।

Latest article