পশ্চিম বর্ধমানে ৯/৯ চাইলেন অভিষেক

Must read

প্রতিবেদন : শুক্রবার ফের জোড়া বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। এদিন সকালে প্রথমে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় দফায় কৃষ্ণনগর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (abhishek banerjee) এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি। পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বকে অভিষেক স্পষ্ট জানিয়েছেন সেখানকার ৯টি বিধানসভাতেই দলকে জেতাতে হবে— সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামতে হবে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দলকে শক্তিশালী করতে হবে। এক ইঞ্চি জমি বিজেপিকে ছাড়া যাবে না। একই সঙ্গে অন্য বৈঠকগুলোর মতো এই দুটি বৈঠকেও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে প্রচার-সহ ব্লকে ব্লকে-বুথে বুথে মানুষের কাছে যাওয়া, নিবিড় জনসংযোগ করা, তাঁদের সুখ-দুঃখের কথা শোনা— এই নির্দেশগুলিও দিয়েছেন। এই জেলার ক্ষেত্রেও টাউন এবং ব্লক সভাপতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বিধানসভাভিত্তিক এবং অঞ্চল বুথভিত্তিক ব্লকভিত্তিক আলোচনা হয়েছে। সেই অনুযায়ী আগামী দিনে টাউন এবং ব্লক সভাপতি পরিবর্তন এবং পরিমার্জন করবে দল।

আরও পড়ুন- মূর্খ বিজেপিকে কড়ায়-গণ্ডায় জবাব ধর্মতলায় তফসিলিদের হুংকার

Latest article