বন্ধ রাখলেন প্রচার, মানবিক অভিষেক এবার দুর্গতদের পাশে

Must read

প্রতিবেদন : তিনি ডায়মন্ড হারবারের অতন্দ্রপ্রহরী। সদাসর্বদা সজাগ ডায়মন্ড হারবারবাসীর জন্য। ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবের পর ফের তা প্রমাণ হয়ে গেল। রাজনৈতিক কর্মসূচি বাতিল করে তিনি ছুটলেন ডায়মন্ড হারবারবাসীর পাশে দাঁড়াতে। কোভিডের সময় তিনি ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় এমপি ক্যান্টিন খুলে প্রতিদিন হাজার হাজার মানুষের কাছে দু’বেলা খাবার পৌঁছে দিয়েছেন যাতে কেউ অভুক্ত না থাকে। সর্বদাই ডায়মন্ড হারবারবাসীর বিপদে, দুঃখে পাশে থেকেছেন তিনি। রিমেলের তাণ্ডবের পর এবারও দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন ফলতায় তাঁর রোড-শো ছিল যা বাতিল করেন তিনি। রাজনৈতিক কর্মসূচিকে একপাশে সরিয়ে রেখে এই বিপদে মানুষের পাশে দাঁড়ানোকেই তিনি প্রথম কর্তব্য বলে মনে করেছেন। তাই ছুটে গিয়েছেন তাঁদের আশ্বস্ত করতে। ভরসা জোগাতে। সোমবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাতগাছিয়া বিধানসভার চণ্ডী গ্রাম পঞ্চায়েতের উত্তর চণ্ডী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং এনায়েত নগর গ্রাম পঞ্চায়েতের পিরতলা প্রাথমিক বিদ্যালয়ের দুটি ত্রাণশিবিরে পৌঁছন। সেইসঙ্গে প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও তাঁদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ডায়মন্ড হারবারে সাংসদ। ত্রাণশিবিরে মহিলা-শিশু-সহ বাকিদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয় তা খেয়াল রাখতে নির্দেশ দেন দলীয় নেতা-কর্মীদের। প্রশাসন তার মতো করে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে- নিচ্ছেও। কিন্তু তিনি ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে এই বিপদে ছুটে গিয়ে আশ্বস্ত করলেন সকলকে। বললেন, ঘাবড়াবেন না- ভয় পাবেন না আমরা আপনাদের পাশেই আছি। তৃণমূল কংগ্রেস ও মা-মাটি-মানুষের সরকার আপনাদের সঙ্গে আছে। এই বিপদে যখন যা প্রয়োজন তা জানাতে বলেছেন এবং সেই অনুযায়ী তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কথাও বলেছেন। এদিন গাড়ি ছেড়ে গ্রামের ভিতরে অটোতে চেপে যান অভিষেক। এই ঝড়-জলের মধ্যে এই বিপদে তাঁদের সাংসদকে পাশে পেয়ে আপ্লুত বাসিন্দারাও।

আরও পড়ুন- নির্বাচনী বিজ্ঞাপন, সুপ্রিম কোর্টে ধাক্কা বিজেপির

ত্রানশীল পরিদর্শন সেদিন রাতে অভিষেক (Abhishek Banerjee) তার ফেসবুক পোস্টে লিখেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আজীবন ব্যাহত। দলের তরফ থেকে আমরা সকলে আর্ত মানুষদের পাশে সর্বক্ষণ আছি। রাজনীতির উর্ধ্বে উঠে, জাতি- ধর্ম -বর্ণ – বর্গ নির্বিশেষে সকলকে ভাল রাখার লক্ষ্যকে শিরোধার্য করে রাজনীতির ময়দানে আসা আমার, এবং সেই আদর্শে স্থিত থেকে আজ সাতগাছিয়ার কয়েকটি প্রাণ শিবির পরিদর্শন করলাম। পাশাপাশি, আমার দলের সহযোদ্ধা সতীর্থরা যেভাবে সকল প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা করে গ্রামে গ্রামে মানুষকে সাহায্যের জন্য নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছেন আমার তাদের কৃতজ্ঞতা ও কর্মীস জানানোর ভাষা নেই।। একজন প্রকৃত তৃণমূল কংগ্রেসের সৈনিকের কি করা উচিত, তারা বুঝিয়ে দিয়েছেন।

Latest article