স্বজনহারা পরিবারের পাশে অভিষেক, আর্থিক সাহায্য

শোকার্ত পরিবারের কাছে অভিষেকের প্রতিনিধি দল

Must read

প্রতিবেদন : মানবিকতার অপর নাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সে-কথা আরও একবার প্রমাণ করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নদীতে তলিয়ে মৃত চার পড়ুয়ার বাড়িতে প্রতিনিধি দল পাঠিয়ে সর্বাত্মকভাবে তাঁদের পাশে দাঁড়ালেন। আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি জানালেন সমবেদনা। রাস পূর্ণিমার সকালে নোদাখালি থানার বিড়লাপুর ১ ফটক জেটিঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৪ নাবালক। নাবালকদের তলিয়ে যেতে দেখে প্রাথমিকভাবে খোঁজ চালায় স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। এরপরেই খবর পেয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তাঁর প্রতিনিধিদের পাঠিয়ে আর্থিক সহযোগিতা-সহ সকল ধরনের সাহায্যের প্রতিশ্রুতি জানান স্বজনহারা পরিবারদের। তবে এই নতুন নয়, কিছুদিন আগেও মুর্শিদাবাদের বড়ঞার পেটারি গ্রামের পুরোহিত অলোক আচার্যকে আর্থিক সাহায্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই টাকায় হয়েছিল দরিদ্র পুরোহিতের মায়ের শ্রাদ্ধ। ‘এক ডাকে অভিষেক’-এ আবেদন করেন অলোক আচার্য। সেই আবেদন পাওয়ামাত্রই স্থানীয় তৃণমূল নেতা মাহে আলমের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতায় ভরিয়ে দেন ওই পুরোহিতের পরিবার।

আরও পড়ুন- নেতাজি অন্তর্ধান রহস্য তদন্তের আর্জি খারিজ করল শীর্ষ আদালত

Latest article