প্রতিবেদন : প্রায় তিন মাসব্যাপী দীর্ঘ নির্বাচনপর্বে বাংলার উত্তর থেকে দক্ষিণে ৪১টি কেন্দ্রে দিন-রাত এককরে চষে বেড়িয়েছেন তিনি। প্রচারপর্বে তাঁর নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভার মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুধু বলেছিলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। পরিবারের লোকেদের কাছে কেউ ভোট চায় না। সারা বছর আপনাদের সুখে-দুঃখে তৃণমূল কংগ্রেস ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়— আপনাদের ঘরের ছেলে পাশে থাকে। তাই আলাদা করে ভোট চাওয়ার দরকার নেই। ভোটের ফলাফল বেরতে দেখা গিয়েছে ৭ লক্ষ ১০ হাজারের কিছু বেশি ভোটের ব্যবধানে কার্যত রেকর্ড গড়ে তৃতীয় বারের জন্য ডায়মন্ড হারবারের মানুষ তাঁকে আশীর্বাদ-দোয়া দিয়ে সংসদে পাঠিয়েছেন। আজ আমতলার দলীয় কার্যালয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (ATMbhishek Banerjee) দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারলেন। বিকেল ৪টের কিছু পরে তিনি আমতলায় পৌঁছন। তার বহু আগে থেকেই সেখানে তিলধারণের জায়গা নেই। জেলার সমস্ত প্রান্ত থেকে মন্ত্রী, বিধায়ক, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মাথা, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সকল সদস্য-সহ কাতারে কাতারে কর্মীরা এসেছেন অভিষেককে শুভেচ্ছা জানাতে। প্রায় সকলের হাতেই ফুলের তোড়া, কারও হাতে ছবি, কেউ-বা উত্তরীয় এনেছেন। কেউ আবার মিষ্টি নিয়ে হাজির। দলীয় কার্যালয়ে সকলের সঙ্গেই কুশল বিনিময় করেছেন অভিষেক। হালকা চালে ভোট-পর্ব নিয়ে কিছু বাক্য-বিনিময়ও হয়েছে। মাসখানেক বাদে ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যে ৭টি বিধানসভা রয়েছে এবং সেই এলাকার পুরসভা এলাকাগুলিতে ভোটের ফলাফল নিয়ে পর্যালোচনা করবেন তিনি। একইসঙ্গে আগামী দিনে এই লোকসভা কেন্দ্রে উন্নয়নের রোড-ম্যাপ তৈরি করবেন তিনি। তার আগে এলাকা ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সেরে নেবেন। এই কেন্দ্রে বিপুল জয় ও কর্মীদের নিরলস পরিশ্রমের পর এদিন গোটা সময়টাতেই ছিল অন্য মেজাজ। সকলকে মিষ্টিমুখও করান তিনি।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর নির্দেশে খেজুরিতে এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল