অভিষেকের বিজয়া সম্মিলনী: ‘পাশে ছিলাম-পাশে থাকব’

ডায়মন্ড হারবারের আমতলা পার্টি অফিসে জনপ্লাবন

Must read

প্রতিবেদন : ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজয়া সম্মিলনী উপলক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ শনিবার বিকেল ৪টে থেকে দক্ষিণ ২৪ পরগনার আমতলার দলীয় কার্যালয়ে ডায়মন্ড হারবার কেন্দ্রের জনপ্রতিনিধি-সহ শুভেচ্ছা ও কুশল বিনিময়ে শামিল হয়েছেন তিনি। এদিন বিকেল ৪টের কিছু আগে আমতলা পৌঁছে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় কর্মী-সমর্থক ও মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মুকুটে ৬৪টি হীরে : ব্রাত্য

চোখে অস্ত্রোপচারের পর এই প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক (Abhishek Banerjee)। এর আগে অবশ্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীপুজো এবং বৃহস্পতিবার তাঁর জন্মদিন উপলক্ষে কালীঘাটের বাড়ির সামনে হাজার হাজার কর্মী-সমর্থকের ভিড়ে মিশে গিয়েছিলেন। কিন্তু বিজয়ী সম্মিলনীর মোড়কে হলেও, অস্ত্রোপচারের পর দলীয় কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক। এদিন শুধু শুভেচ্ছা-কুশল বিনিময়ই নয়, ঘরোয়া স্তরের আলোচনায় ডায়মন্ড হারবার-সহ এই জেলার উন্নয়নের কর্মকাণ্ড নিয়েও মতামত ভাগ করে নিয়েছেন অভিষেক। ব্যক্তিগত স্তরেও সকলের কুশল জেনেছেন। সেই সঙ্গে তাঁদের জানিয়েছেন সুখে-দুঃখে ডায়মন্ড হারবারবাসীর পাশে ছিলাম, থাকব। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী হলেও জেলার অনেক নেতাই এদিন এসে হাজির হয়েছিলেন আমতলায়। বরাবরই ডায়মন্ড হারবারের উন্নয়ন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ হয়ে থেকেছে। আগামী দিনেও তার ব্যতিক্রম হবে না। দলের নির্দেশে গোটা রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনী করেছেন নেতা-কর্মীরা। এবার নিজের কেন্দ্রের বিজয়া সম্মিলনী সারলেন অভিষেক।

Latest article