বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জলপাইগুড়ির (Jalpaiguri) দ্বিতীয় দিনের কর্মসূচীতেও জনজোয়ার। তার এদিনের যাত্রা পথের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ ভিড় করে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন শুধু তাকে একবার দেখার জন্য। তার সাথে একবার করমর্দনের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রায় প্রত্যেক জায়গায় নেমে মানুষের ভিড়ে মিশে যান। প্রথমে হাত জোড় করে তাদের সম্মান জানান, পরে তাদের সাথে করমর্দন করেন। ময়নাগুড়ি শহরের সিনেমাহল মোড়ে প্রচুর মানুষদের জমায়েত দেখে গাড়ি থেকে নেমে পড়েন। সেখানে উপস্থিত প্রায় সকলের সাথে সৌজন্য বিনিময় করেন। সেখানে উপস্থিত জনতার আবদারে কিছুটা পথ তাদের সাথেই হাঁটেন। সেখান থেকে ৫০০ মিটার দূরে জাগৃতি মোড়েও দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে একইভাবে মিশে যান। তাদের সাথেও করমর্দন করেন। এরপর একইভাবে জটিলেশ্ব মন্দির এলাকায় এবং দোমহনী এলাকায় উপস্থিত সাধারণ মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এদিন তার প্রথম জনসভা হয় ময়নাগুড়ির ভোটপাট্টিতে। ওই সভায় একপ্রকার জনস্রোত বয়ে গেছে। সভাস্থলে জায়গা কম পড়ায় সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে তার বক্তব্য শোনেন। ওই সভায় ১০০০০ মানুষ অংশ নিয়েছিলেন তার বক্তব্য শোনার জন্য।বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিলো যথেষ্ট। এদিন সভাস্থলে পৌছতেই প্রবল করতালি দিয়ে তাকে স্বাগত জানান সভায় উপস্থিত সকলে।