লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক

Must read

দুর্গাপুজোয় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপ ঘুরে মেয়েকে নিয়ে ঠাকুর দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee_Lake kalibari)। কালীপুজোর বিকেলে দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ কালীমন্দির লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক। নিজের হাতে কালী প্রতিমাকে মালা পরিয়ে দেন তৃণমূল সাংসদ।

প্রতিবছরের মতো এবারও নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার সেখানে সপরিবার হাজির থাকেন অভিষেক (Abhishek Banerjee_Lake kalibari)। এবার তার আগে লেক কালীবাড়িতে পুজো দিলেন অভিষেক এখানে করুণাময়ী রূপে পূজিতা হন মা কালী। সেখানে গিয়ে পুজো দেন অভিষেক। নিজের হাতে প্রতিমাকে ফুলের মালা পরিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুজো দিয়ে মন্দিরের সেবায়তদের সঙ্গে কথা বলেন তিনি।

আরও পড়ুন- দীপাবলিতে বানভাসি চেন্নাই, বিপর্যস্ত জনজীবন

এদিন সকাল থেকেই লেক কালীবাড়িতে উপচে পড়েছে ভক্তদের ভিড়। বেনারসি শাড়ি ও গয়নায় সাজানো হয়েছে কালী প্রতিমাকে। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন পুজো দিতে।

Latest article