পিকেআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, মালয়েশিয়ায় সর্বদলীয় টিমের সঙ্গে সফরে অভিষেক

Must read

প্রতিবেদন : জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়া— সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে যেখানেই গিয়েছেন পাক সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু তাই নয় বিদেশের মাটিতে সেখানকার প্রশাসনের শীর্ষকর্তা, রাজনৈতিক নেতা-নেত্রী, চিন্তাবিদ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে যখন যেমন আলোচনা বা দেখা করার সুযোগ হয়েছে তখনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। এবার মালয়েশিয়ার কুয়ালালামপুরেও একাধারে সৌজন্যসাক্ষাৎ ও সন্ত্রাসবাদ-বিরোধী আলোচনায় যোগ দিয়েছিলেন অভিষেক-সহ প্রতিনিধি দলের সদস্যরা।
সেখানে পিপল্স জাস্টিস পার্টির কেদিলান রাকাইতের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। সমগ্র বিশ্বে শান্তি বজায় রাখা ও সন্ত্রাসবাদ নির্মূলে যৌথ অঙ্গীকারও করা হয়। তৃণমূলের তরফে ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক (Abhishek Banerjee) বারবার প্রবাসীদের অনুরোধ করেছেন, ভারত সফরকালে কাশ্মীরে দুদিন অতিরিক্ত থাকার জন্য। এতে ভুস্বর্গের মানুষের আর্থিক উন্নতির পাশাপাশি দেশের জন্য এটা প্রয়োজনীয় বলে মনে করিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হুংকার, এবার যদি পাকিস্তানের সঙ্গে কোনও কথা বলতে হয় তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর ফেরানো ছাড়া আর অন্য কোনও বিষয় নিয়ে হবে না।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল রেড রোড জটিলতা

Latest article