আজ মালদহে জনসংযোগে অভিষেক

এরই মাঝে মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মনে আরও বেশি উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলেছে।

Must read

সংবাদদাতা,মালদহ : সফর এখনও বাকি। এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তৃণমূলে নবজোয়ার। আজ এই কর্মসূচিতেই মালদহে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জোর প্রস্তুতি। চলছে বৈঠকের পর বৈঠকের পালা।
সভার প্রস্তুতি জোরকদমে কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে মালদহের নালাগোলা, পাকুয়াহাট, বেগুনবাড়ি হবিবপুর, আইহো, পুরাতন মালদহ, গাজল, সামসি, চাঁচোল, মোথাবাড়ি কালিয়াচক-সহ একাধিক এলাকার প্রতিটি পথঘাট তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, দলীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট, ফ্লেক্স, ব্যানার-ফেস্টুনে মুড়ে ফেলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি প্রায় শেষ পর্বে।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে জাতীয় সড়কে জ্বলল আলো

এরই মাঝে মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মনে আরও বেশি উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে তুলেছে। আগামী ৪ মার্চ মালদহ কলেজ অডিটরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মানিকচকে একটি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন। তাই কর্মী-সমর্থকদের মনে উৎসাহ-উদ্দীপনা এখন তুঙ্গে।

আরও পড়ুন-পর্যটন, স্বাস্থ্য, রাস্তাঘাটে বদলেছে জেলা

অপরদিকে রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল ও সামসি এলাকায় জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই এলাকা দুটিতে জনসভার পরিবর্তে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হবিবপুরের বেগুনবাড়িতে জনসভাটি বাতিল হয়েছে। এর পরিবর্তে বুলবুলচণ্ডী থেকে আইহো, মহাদেবপুরে রোড শো করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রোড শো-এর প্রস্তুতি শেষ পর্যায়ে। রোড শো, জনসভাগুলিতে অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন। সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে।

Latest article