প্রস্তুতি তুঙ্গে, শহরে অভিষেক

ধর্মতলায় সভামঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মঞ্চ এবং তার সংলগ্ন এলাকা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে।

Must read

প্রতিবেদন : আর মাত্র চব্বিশ ঘণ্টা। একুশের ঐতিহাসিক শহিদ সমাবেশে জনসমুদ্রের অপেক্ষায় কলকাতা। ইতিমধ্যেই শহরে মানুষের ঢল নেমেছে। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সব জেলা থেকেই তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। একুশের ঐতিহাসিক সমাবেশের আগেই শুক্রবার সকালে শহরে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

আরও পড়ুন-গাড়ির দরজায় দাঁড়িয়ে নোংরা গালাগালি, চটি তুলে মারতে ছুটল গদ্দার

ইতিমধ্যেই রাজ্যের উত্তর থেকে আসা বহু কর্মী-সমর্থক শহরে পৌঁছে গিয়েছেন। তৃণমূলের তরফে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক সেন্ট্রাল পার্ক, উত্তীর্ণ-সহ একাধিক জায়গায় হাজার হাজার দলীয় কর্মীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভিড় বাড়ছে সেই ক্যাম্পগুলিতেও। শনিবার সকাল থেকে কলকাতায় ঢুকতে শুরু করবে বিভিন্ন জেলার প্রতিটি মহকুমা-ব্লক-গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আসা বাসগুলিও। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় বাড়বে শহরে। রবিবার সকালেও দূর-দূরান্তের প্রত্যন্ত এলাকা থেকে কলকাতায় আসবেন হাজার হাজার কর্মী-সমর্থক। সবমিলিয়ে একুশের ঐতিহাসিক সমাবেশ ঘিরে রাজ্য জুড়ে উৎসবের মেজাজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন দুপুরে নেতাজি ইন্ডোরে ভলান্টিয়ারদের নিয়ে মিটিং হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে। রবিবার সমাবেশের দিন তাঁদের কী কাজ, কীভাবে তাঁরা কাজ করবেন, সবটা বুঝিয়ে দেওয়া হল। বৈঠকে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, স্বরূপ বিশ্বাস, সন্দীপ বক্সি, সার্থক বন্দোপাধ্যায়, শান্তি কুণ্ডু-সহ আরও অনেকে। ধর্মতলায় সভামঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মঞ্চ এবং তার সংলগ্ন এলাকা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এদিন কলকাতা পুলিশের তরফে স্নিফার ডগ নিয়ে বম্ব স্কোয়াড গোটা সভামঞ্চ চত্বর সরেজমিনে তল্লাশি চালায়।

Latest article