আগামী দিনে ভারত একজন যোগ্য রাষ্ট্রপতি পেতে চলেছে যিনি সংবিধান রক্ষার কাজ করবেন, স্পষ্ট জানালেন অভিষেক

অভিষেকের মতে, এখন ভারতে এমন একজন রাষ্ট্রপতি প্রয়োজন যিনি সংবিধান রক্ষার কাজ করবেন। মোদি জমানায় জুলুম চলছে।

Must read

দিল্লিতে বৈঠকের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন। মঙ্গলবার, ১৮টি বিরোধীদলের বৈঠকে বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনীত হন যশবন্ত সিনহা (Yashbant Sinha)। এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) ডাকে বৈঠকে বসেন বিজেপি-বিরোধীদলের নেতৃত্ব। যশবন্তের নাম উল্লেখ করেন পাওয়ার। এরপর সেই নাম সমর্থন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,যশবন্ত সিনহার নাম প্রস্তাব হওয়ায় বাংলা গর্বিত।

আরও পড়ুন-ত্রিপুরা উপনির্বাচনের শেষদিনের প্রচার মাতিয়ে দিলেন মিমি-শত্রুঘ্ন

অভিষেক বলেন, যশবন্ত সিনহা অত্যন্ত যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন। কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এমন দিনে তৃমমূলের পতাকা হাতে নিয়েছেন, যার আগের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে দমন-পীড়নের উদ্দেশ্যে। যশবন্তের নাম স্থির হওয়ায় তাঁরা যে খুবই খুশি, তা স্পষ্ট জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যশোবন্ত সিনহার নাম সমর্থন করার জন্য অন্য়ান্য দলগুলিকে ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস ছাড়লেন যশবন্ত সিনহা, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

অভিষেকের মতে, এখন ভারতে এমন একজন রাষ্ট্রপতি প্রয়োজন যিনি সংবিধান রক্ষার কাজ করবেন। মোদি জমানায় জুলুম চলছে। সবাইকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। এই সব থেকে ভারতকে রক্ষা করার জন্য যশবন্ত উপযুক্ত ব্যক্তি বলে মত তৃণমূল সাংসদের। তাঁর কথা আগামী দিনে ভারত একজন রাষ্ট্রপতি পেতে চলেছে। অভিষেক বলেন, সমমনস্ক দলগুলিই যশবন্তের নামে সহমত পোষণ করেছেন।

Latest article