পুজোর উপহার, মানুষের সাহায্যার্থে নয়া অ্যাপ প্রকাশ অভিষেকের

Must read

প্রতিবেদন : পুজোর সময় দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে থাকা বাসিন্দাদের জন্য ‘ASTHA’ অ্যাপ চালু করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । শনিবার, চতুর্থীতে এই SOS অ্যাপ চালু করেন তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন : খেলা হবে’ স্লোগান নিয়ে যাত্রার মঞ্চে মন্ত্রী স্বপন

সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিষেক লেখেন, “জনগণের নিরাপত্তা সবসময় আমাদের সবসময় অগ্রাধিকার পায়। উৎসবের মরসুমে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পুলিশ বাহিনী অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুষ্ঠু দুর্গাপুজো পালন সুনিশ্চিত করে। আজ, আমি ASTHA- একটি এসওএস মোবাইল অ্যাপ চালু করেছি যা ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীনে সমস্ত এলাকা জুড়ে নাগরিকদের যে কোনও সংকট বা বিপদের সময় সাহায্য করবে। এই অনন্য উদ্যোগের জন্য গোটা টিমের জন্য অত্যন্ত গর্বিত। আমি DDH পুলিশের প্রচেষ্টাকে আন্তরিকভাবে প্রশংসা করি এবং আমি নিশ্চিত যে এই উৎসব মরসুমে ডায়মন্ড হারবারের মানুষের ভয়ের কোনও নেই। সবাইকে দুর্গাপুজোর অনেক শুভেচ্ছা!”

Latest article