এই বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ- বর্ষশেষে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা তাঁদের বিভক্ত ও বঞ্চিত করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে তাঁরা অটল বলে জানান অভিষেক (Abhishek Banerjee)।
আরও পড়ুন- লেখিকাকে যৌন নিগ্রহের অভিযোগে ট্রাম্পের ৫০ কোটি টাকা জরিমানা
মঙ্গলবার, ২০২৪-র শেষদিনে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,“নতুন বছরে পা রাখার মুহূর্তে আমি ২০২৪ সালে যে যাত্রা তার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। এই বছরটি আমাদের ধৈর্যের পরীক্ষা করেছে, আমাদের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং আরও শক্তিশালী হয়ে উঠতে বাধ্য করেছে। যারা আমাদের বিভক্ত ও বঞ্চিত করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিশ্রুতিতে আমরা অটল।
২০২৪ একটি উন্নয়নের বছর। এমন একটি সময় যখন আমরা নিঃস্বার্থভাবে মানুষকে সেবা করার জন্য সমস্ত বাধা এবং প্রতিকূলতাকে ছাপিয়ে গিয়েছি। গণদেবতার ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছি। তাঁদের অনুগ্রহ না থাকলে আমরা অসম্পূর্ণ থাকতাম।
এই বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।“
এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেন অভিষেক (Abhishe Banerjee)। যেখানে তাঁর নবজোয়ার যাত্রা থেকে শুরু করে লোকসভা নির্বাচনের প্রচার, প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর বিভিন্ন মুহূর্তের কোলাজ রয়েছে সেই ভিডিও-তে। রয়েছে অভিষেককে ঘিরে জনজোয়ারের টুকরো ছবিও। বছর শেষের আগে অভিষেকের পোস্টে ফিরে দেখা ২০২৪।