সংবাদদাতা, পুরুলিয়া : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা কর্মসূচি নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের প্রস্তুতি সারা। যুব কর্মীদের উৎসাহ তুঙ্গে। ২১ ও ২২ মে অভিষেক পুরুলিয়ায় নটি রোড শো, দুটি জনসভা ও দুটি অধিবেশন করবেন। সোমবার জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া এই সূচির কথা জানিয়েছেন। বলেন, আগে ঠিক ছিল, অভিষেক পুরুলিয়া সফর শুরু করবেন ২২ মে। থাকবেন তিনদিন। কিন্তু পরে সূচিবদল হয়। অভিষেক আসছেন ২১ মে।
আরও পড়ুন-আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস ছাপার উদ্যোগ
বাঁকুড়া-কাশীপুর সড়ক ধরে ছাতনা পেরিয়ে কাশীপুরে দিয়ে জেলায় ঢুকবেন। সেদিন রোড শো করবেন কাশীপুর, রঘুনাথপুর, চাসমোড় ও জয়পুরে। বিকেলে আনাড়ায় জনসভা। জয়পুরে রোড শোয়ের পর ঝালদা থানার বামনিয়া টালিসেন্টারে হবে অধিবেশন। এখানেই রাত্রিবাস করবেন যুবনেতা। অধিবেশন শেষে জেলার বারোটি ব্লকের প্রার্থী নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। পরদিন সকালে রোড শো করবেন ঝালদা, বাঘমুন্ডি, সিরকাবাদ, বলরামপুর ও বরাবাজারে।
আরও পড়ুন-লা লিগা খেতাব বার্সেলোনার
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যারানি টুডু জানিয়েছেন, এদিন জনসভা হবে মানবাজার রাধামাধব ইনস্টিটিউট ময়দানে। তারপর যাবেন বান্দোয়ানে। সেখানে অধিবেশন হবে এবং জেলার অবশিষ্ট আটটি ব্লকের প্রার্থী নির্বাচনে ভোটিভুটি হবে। এখানে রাতে থেকে পরদিন ঝাড়গ্রামে যাবেন। জেলায় প্রার্থী নির্বাচনের ভোটগ্রহণের দায়িত্বে জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক সুশান্ত মাহাতো।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…