ত্রিপুরায় দলের মহিলাদের উপর হামলা, নিন্দা অভিষেকের

Must read

ত্রিপুরা : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর হামলা চলছেই। বাদ যাচ্ছেন না মহিলারাও। শনিবার থানায় অকারণে ডেকে পাঠানো হয়েছিল নেত্রী সায়নী ঘোষকে। তাঁর সঙ্গে যখন পুলিশের কথাবার্তা চলছে তখন সেই থানাতেও হামলা চালায় বিজেপির কর্মী সমর্থকরা। এই প্রসঙ্গে টুইটারে বিপ্লব দেবের সরকারের নিন্দা করলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় সায়নীর জিজ্ঞাসাবাদ চলাকালীন থানায় হামলা বিজেপির

তিনি টুইটারে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে নিশানা করে লিখেছেন , ‘বিপ্লব দেব সরকার এতটাই নির্লজ্জ হয়ে উঠেছে যে এখন সুপ্রিমকোর্টের আদেশও এঁরা এখন গ্রাহ্য করে না। বারবার তাঁর সরকার ও দলের সমর্থকদের দিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আমাদের মহিলা প্রার্থীদের নিরাপত্তা নেই। তাদের নিরাপত্তা নিশ্চিত না করে উলটে তাঁদের আক্রমণ করার জন্য গুন্ডা পাঠিয়ে দিচ্ছে। এটা গণতন্ত্র নয়।’

 

 

Latest article