আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬১-তম জন্মদিন।বৃহস্পতিবার, উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে (Shimla Street) স্বামীজির বাড়িতে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, আজ রাজনীতির কারণে আসিনি। বীর সন্ন্যাসী, তরুণ প্রজন্মের আদর্শ। আমি স্বামীজির দেখানো পথের পথিক, ভক্ত। সেই হিসেবেই শ্রদ্ধা জানাতে এসেছি।
আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের ১৬০-তম জন্মবার্ষিকী, শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর
সিমলা স্ট্রিটে বিকেকানন্দের মূর্তিতে মালা দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। স্বামীজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি, রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘুরে দেখেন পুরো বাড়ি। বাড়িতে স্বামীজির ছবির অদলবদলও চোখ এড়ায়নি তাঁর।
আরও পড়ুন-সল্টলেকের অস্থায়ী বাজারে আগুন, পুড়ে ছাই বেশ কিছু দোকান
এদিন তিনি সাংবাদিকদের অন্য প্রশ্নের উত্তরে বলেন, ‘গোটা রাজ্যে স্বামী বিবেকানন্দের জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে। রাজনীতির ময়দানে রাাজনীতির কথা হবে। আজকের এমন দিনে বাদ থাক।’
আরও পড়ুন-পাহাড়ে বিজেপির অশুভ আঁতাঁত
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, তিনি রাজনীতির কোনও কথা বলতে আসেননি। বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে এসেছে। মহারাজদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নতুন বছরের শুভেচ্ছা জানান অভিষেক। সঙ্গে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, তাপস রায়। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে জাতীয় যুব দিবস (National Youth Day) পালন করছে তৃণমূল।