১৯৮০ সালের ২৮শে জুলাই প্রয়াত হন উত্তম কুমার। শহরের বিভিন্ন জায়গায় অভিনেতাকে স্মরণ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।মৃত্যুর ৪১ বছর পার হয়ে গেল সময়ের সাথে কিন্তু উত্তম কুমারকে নিয়ে সিনেপ্রেমীদের আবেগ ও শ্রদ্ধার কোন পরিবর্তন ঘটেনি।
আরও পড়ুন-উত্তম কুমারের মৃত্যুদিন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
উত্তম কুমারের গভীর রোম্যান্টিক কণ্ঠস্বর, ডায়ালগ-থ্রোয়িং, ফেসিয়াল এক্সপ্রেশন এবং চরিত্র নিয়ে তিনি চলেন এক অপূর্ব ব্যক্তিত্ব। খুব সাধারণ মানের গল্প, সাধারণ চিত্রনাট্য, সাধারণ সহ-অভিনেতাদের নিয়েও তিনি পর্দা কাঁপাতে পারতেন। বলা যায় তিনি তাই বাংলা ছবির জুলিয়াস সিজার। সেই মহানায়কের ম্যাজিক আজও একই রকম সেই ব্যাপারে কোন সন্দেহ নেই।
আরও পড়ুন-আজ জিতলেই সিরিজ শেষ ওভারে সিরাজেই আস্থা ছিল দলের
আজকে উত্তম কুমারের প্রয়াণ দিবসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন।