ভারতের সংবিধান তৈরি করতে মোট ২ বছর, ১১ মাস, এবং ১৮ দিন সময় লেগেছিল। সংবিধান প্রনয়ণের কাজ শুরু হয়েছিল ১৯৪৬ সালে, এবং এটি ১৯৪৯ সালের ২৬ নভেম্বর অনুমোদিত হয়। কার্যকর হয়েছিল ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। বুধবার, এই বিশেষ দিনটিকে স্মরণ করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন-”সংবিধান আমাদের একতার ভিত্তি”, সংবিধান দিবসে গণতন্ত্রের সঙ্কট প্রসঙ্গে সরব মুখ্যমন্ত্রী
সংবিধান দিবস উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং সংবিধানের রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা বলেছেন। তিনি সংবিধান দিবসকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন এবং দেশবাসীকে সংবিধানের গুরুত্ব বোঝার আহ্বান জানিয়েছেন। এদিন অভিষেক নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ”সংবিধানের প্রণয়নকারীদের আমার সশ্রদ্ধ প্রণাম। আসুন আমরা সকলের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতা বজায় রাখি। আমরা সবসময় সংবিধানের আদর্শগুলিকে রক্ষা করতে অঙ্গীকারবদ্ধ।” প্রসঙ্গত, সংবিধান সকলের জন্য ন্যায়বিচার, স্বাধীনতা এবং সমতার মূল্যবোধ রক্ষা করে। সংবিধান দেশের একতা ও গর্বের ভিত্তি সেই কথাও উল্লেখ করেছেন তিনি।

