১৯১০ সালে ১৮ নভেম্বর বর্ধমানে জন্ম ব্রিটিশবিরোধী বিপ্লবী ও ভারতীয় মুক্তিযোদ্ধা ভগৎ সিং সহকারী বটুকেশ্বর দত্তর। আজ বটুকেশ্বর দত্তর জন্মবার্ষিকী। ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বটুকেশ্বর, ভগৎ সিং। পরিকল্পনা করেই নয়া দিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেছিলেন এই দুজন। সেই বিপ্লবী বটুকেশ্বর দত্তর জন্ম দিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন-আজ ভারতের সামনে বাংলাদেশ, নিয়মরক্ষার ম্যাচেও চাপ টের পাচ্ছেন কোচ খালিদ
প্রসঙ্গত, ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের জন্য বটুকেশ্বর দত্তকে লাহোর জেলে এবং ভগৎ সিংকে মিয়াওয়ালী জেলে বন্দী রাখা হয়। ভগত সিংকে লাহোর গণহত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়। অন্যদিকে জেলেও নরক যন্ত্রনা ভোগ করেছিলেন বটুকেশ্বর দত্ত। ভারতীয় বন্দিদের সঙ্গে চলত অমানবিক ব্যবহার। জেল থেকে ছাড়া পাওয়ার পর বটুকেশ্বর তখন টিউবারকিউলোসিলস আক্রান্ত। কিন্তু এর মধ্যেই বটুকেশ্বর যোগ দেন ‘৪২ -এর ‘ভারত ছাড়ো’ আন্দোলনে। সেই প্রেক্ষাপটে তিনি আরও একবার জেলবন্দি হন।

