যতীন্দ্র নাথ দাস ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা। শুধু তাই নয় তিনি ছিলেন বিপ্লবী ভগৎ সিংয়ের সহকর্মী। আত্মত্যাগী, সাহসী একেকজন মানুষ ছিলেন তিনি। লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ১৯২৯ সালের ১৪ই জুন তিনি গ্রেপ্তার হন। জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছর ১৩ই জুলাই তিনি অনশন শুরু করেন তিনি।
আরও পড়ুন- আরটিআই ফাইল করে টুইটারে আদিত্যনাথের বিজ্ঞাপনের বিরুদ্ধে সোচ্চার সাকেত
যতীন্দ্রনাথ দাসের জন্ম হয়েছিল কলকাতার শিকদার বাগান অঞ্চলে । তাঁর পিতার নাম ছিল বঙ্কিমবিহারী দাস। ১৯২০ সালে ভবানীপুর মিত্র ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন তিনি। কংগ্রেসের সদস্য হয়ে অসহযোগ আন্দোলনে নিজেকে তিনি যুক্ত করেন। ১৯২৮-২৯ সালে তিনি বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলেন।
আরও পড়ুন- ‘ভবানীপুরে যিনি প্রথম হবেন, জিতবেন, তিনি শুক্রবার মনোনয়ন পেশ করেছেন’ আত্মবিশ্বাসী কুণাল ঘোষ
এদিন তাঁর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য প্রদান করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে এই পোস্ট করে নিজের প্রণাম জানান।